• Skip to primary navigation
  • Skip to main content
ISSB

ISSB

Selector of the leaders.

  • Home
  • Books
  • ISSB
    • Issb Video
    • Viva Written
    • Physical Ability
    • Medical Test
  • Army
  • Navy
  • Air Force
  • Spoken English
  • Useful Links
  • Contact

Army

বাংলাদেশ সেনাবাহিনী– বিজ্ঞপ্তিসমুহঃ

  • সৈনিক
  • অফিসার ক্যাডেট (লং কোর্স)
  • অফিসার ক্যাডেট (শর্ট কোর্স)
  • DSSC (AMC/ADC)

যোগ্যতাসমূহ কি কি?

 অফিসার ক্যাডেট লং কোর্সঅফিসার ক্যাডেট শর্ট কোর্সসৈনিক
বয়স (বিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্দিষ্ট তারিখে)১৬.৫-২১ বছর১৬.৫-২১ বছর১৭-২০
উচ্চতা (নুন্যতম)৫ ফুট ৪ ইঞ্চি (পুরুষ)
৫ ফুট ২ ইঞ্চি (মহিলা)
৫ ফুট ৪ ইঞ্চি (পুরুষ)
৫ ফুট ২ ইঞ্চি (মহিলা)
৫ ফুট ৬ ইঞ্চি (পুরুষ)
৫ ফুট ৩ ইঞ্চি (মহিলা)
বুক (নুন্যতম)স্বাভাবিক ৩০ ইঞ্চি প্রসারণ ৩২ ইঞ্চি (পুরুষ) স্বাভাবিক ২৮ ইঞ্চি প্রসারণ ৩০ ইঞ্চি (মহিলা)স্বাভাবিক ৩০ ইঞ্চি প্রসারণ ৩২ ইঞ্চি (পুরুষ) স্বাভাবিক ২৮ ইঞ্চি প্রসারণ ৩০ ইঞ্চি (মহিলা)স্বাভাবিক ৩০ ইঞ্চি প্রসারণ ৩২ ইঞ্চি (পুরুষ) স্বাভাবিক ২৮ ইঞ্চি প্রসারণ ৩০ ইঞ্চি (মহিলা)
ওজন (নুন্যতম)৫৪ কেজি পুরুষ ৪৭ কেজি মহিলা বয়স ও উচ্চতার চার্ট অনুযায়ী৫৪ কেজি পুরুষ ৪৭ কেজি মহিলা বয়স ও উচ্চতার চার্ট অনুযায়ী৫০ কেজি পুরুষ ৪৭ কেজি মহিলা বয়স ও উচ্চতার চার্ট অনুযায়ী
চোখ৬/৬         ৬/৬৬/৬
শিক্ষা (নুন্যতম)মাধ্যমিক ও  উচ্চ মাধ্যমিক  একটিতে জিপিএ ৫, অপরটিতে ৪.৫ পেয়ে উত্তীর্ণমাধ্যমিক ও  উচ্চ মাধ্যমিক  একটিতে জিপিএ ৫, অপরটিতে ৪.৫ পেয়ে উত্তীর্ণমাধ্যমিক জিপিএ ৩ পেয়ে উত্তীর্ণ
বিভাগসকলসকলসকল
নাগরিকত্বজন্মসূত্রে বাংলাদেশীজন্মসূত্রে বাংলাদেশীজন্ম সূত্রে বাংলাদেশী
বৈবাহিকঅবিবাহিতঅবিবাহিতঅবিবাহিত
প্রশিক্ষণ০৩ বছর০১ বছর৩৬ সপ্তাহ
প্রশিক্ষণ শেষে শিক্ষাস্নাতক (সম্মান)স্নাতক (সম্মান)—
প্রশিক্ষণ শেষে পদবীসেকেন্ড লেফটেন্যান্টক্যাপ্টেন/ লেফটেন্যান্ট (বিজ্ঞপ্তি অনুসারে)সৈনিক
মর্যাদা১ম শ্রেণীর গেজেটেড অফিসার১ম শ্রেণীর গেজেটেড অফিসারসামরিক সদস্য

পরীক্ষা সমূহঃ

পরীক্ষা পদ্ধতি – সৈনিক

  • স্বাস্থ্য পরীক্ষা
  • শারিরীক পরীক্ষা – দৌড়, সাঁতার, লং জাম্প, পুশ আপ ইত্যাদি
  • লিখিত পরীক্ষা- বাংলা, ইংরেজি, গনিত, সাঃ জ্ঞান, বুদ্ধিমত্তা।
  • সাক্ষাৎকার

পরীক্ষা পদ্ধতি – অফিসার ক্যাডেট- সেনাবাহিনী

লং কোর্সশর্ট কোর্স ( BMA স্পেশাল)DSSC (AMC/ADC)
বিজ্ঞপ্তি প্রকাশবিজ্ঞপ্তি প্রকাশবিজ্ঞপ্তি প্রকাশ
আবেদনআবেদনআবেদন
প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষালিখিত পরীক্ষালিখিত পরীক্ষা
লিখিত পরীক্ষাপ্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষাপ্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা
আই এস এস বি ও চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষাআই এস এস বি ও চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষাআই এস এস বি ও চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা
যোগদান পত্রযোগদানপত্রযোগদানপত্র

পরীক্ষা পদ্ধতি  (লং কোর্স)

প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা

মৌখিক পরীক্ষায় যে সব বিষয় দেখা হয়ঃ

  • পোশাক পরিচ্ছদ ও আচরণের ভদ্রতা
  • কথা বলার দক্ষতা (বাংলা ও ইংরেজি)
  • সাধারণ জ্ঞান ও সাম্প্রতিক বিশ্ব
  • একাডেমিক জ্ঞান (৮ম-১২শ)
  • মানসিক পরিপক্কতা ও সদিচ্ছা

লিখিত পরীক্ষার বিষয় সমূহ কি কি?

বাংলা – ২০, ইংরেজি ৩০, গনিত-৩০, সাধারন জ্ঞান ২০, পূর্ণমান ১০০। সময় ২ ঘন্টা।

সিলেবাস (১ম – ১০ম শ্রেনী পর্যন্ত) বিস্তারিতঃ হেলমেট লিখিত গাইড ।

ISSB পরীক্ষার পূর্বে করনীয়:

প্রাথমিক স্বাস্থ্য, মৌখিক ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ

ISSB পরীক্ষার জন্য প্রয়োজনীয় পোশাক পরিচ্ছদ সংগ্রহ

ISSB পরীক্ষার প্রস্তুতি গ্রহণ

ISSB কর্তৃক পাঠানো SMS অনুযায়ী বায়োডাটা পুরণ (পৃষ্ঠা- , হেলমেট ISSB বুক দ্রষ্টব্য)

ISSB কর্তৃক পাঠানো SMS অনুযায়ী Call up letter প্রিন্ট

নির্ধারিত দিনে ও সময়ে ISSB তে যোগদান।

ISSB-র পরীক্ষা সমূহ কি কি?

ISSB-তে মোট চারদিন থাকতে হয়। প্রথম তিন দিন পরীক্ষা এবং চতুর্থ দিন ফলাফল দেয়া হয়।

প্রথম দিনে আই কিউ নন ভারবাল (৩৮ টি প্রশ্ন ২২ মিনিট সময়) এবং আই কিউ ভারবাল (১০০ টি প্রশ্ন ৩৫ মিনিট সময়) পরীক্ষা অনুষ্ঠিত হয়। (বিস্তারিতঃ iq.defencecares.com) সাথে সাথেই ফল প্রদান করে যারা উত্তীর্ণ তাদের পরের পরীক্ষার অনুমতি দেয়া হয়। আর যারা অনুত্তীর্ণ তাদের অযোগ্য ঘোষণা করা হয়।

এরপর পিপিডিটি পরীক্ষা নেয়া হয়। এর ধাপ গুলো হলোঃ

  • ছবি প্রদর্শন ৩০ সেকেন্ড
  • লিখিত পরীক্ষা ৫ মিনিট
  • স্ক্রিপ্ট পাঠ
  • যুক্তি প্রদর্শন ও আলোচনা

সাথে সাথেই ফল প্রদান করে যারা উত্তীর্ণ তাদের পরের পরীক্ষার অনুমতি দেয়া হয়। আর যারা অনুত্তীর্ণ তাদের অযোগ্য ঘোষণা করা হয়।

দুপুরের খাবারের পর মনস্তাত্ত্বিক (Psychology) পরীক্ষা শুরু হয়।

এই পরীক্ষায় গল্প লিখন, বাক্য রচনা ও অসমাপ্ত বাক্য পুরণ, আত্ম-জীবনী ও আত্ম-সমালোচনা নামক পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিস্তারিতঃ হেলমেট গাইড (ISSB) দেখুন।

দ্বিতীয় দিনে সকাল বাংলা ও ইংরেজীতে দলগত আলোচনা অনুষ্ঠিত হয়। এর পর প্রোগ্রেসিভ গ্রুপ টাস্ক, হাফ গ্রুপ টাস্ক পরীক্ষা হয়ে থাকে। চা বিরতির পর ইংরেজিতে উপস্থিত বক্তৃতা পরীক্ষা অনুষ্ঠিত হয়। একজন প্রার্থীকে দুইটা বিষয়ের যে কোন একটাতে তিন মিনিট ইংরেজীতে ভাষন দিতে হয়। অতঃপর ফিজিক্যাল অ্যাবিলিটি টেস্ট পরীক্ষা হয়ে থাকে।

দুপুরের খাবারের পর ডেপুটি প্রেসিডেন্ট ইন্টারভিউ হয়ে থাকে। 

তৃতীয় দিনে পরিকল্পনা অনুশীলন (Planning Exercise), কমান্ড টাস্ক ও মিউচুয়াল এসেসমেন্ট পরীক্ষা হয়ে থাকে।

চতুর্থ দিনে ফলাফল দেয়া হয়। যারা অযোগ্য তাদের রেড কার্ড, যারা শুধুমাত্র ফিজিকাল এবিলিটি টেস্ট পুনরায় পাশ সাপেক্ষে যোগ্য তাদের ইয়েলো কার্ড, আর যারা যোগ্য (সুপারিশকৃত) তাদের গ্রীন কার্ড দেয়া হয়। 

মেডিক্যাল টেস্ট

শারিরীক পরীক্ষা

  • হাত- আঙ্গুল, নখ, হাতে কাটা দাগ, অস্বাভাবিক হাত ঘামানো, জন্মগত অস্বাভাবিকতা ইত্যাদি।
  • পা- আঙ্গুল, নখ, ফ্ল্যাট ফিট, নক নি, ভেরিকোস ভেইন, অস্বাভাবিকতা ইত্যাদি।
  • চোখ- চুলকানি, অপারেশনের ইতিহাস, স্বাভাবিক দৃষ্টি ৬/৬, চশমা।
  • কান- পুঁজ, রোগ, শ্রবণ শক্তি, পর্দা অস্বাভাবিকতা ইত্যাদি ।
  • নাক- পলিপ, হাড় বাঁকা, ছিদ্র, অস্বাভাবিকতা ইত্যাদি।
  • গলা-  টনসিল, অস্বাভাবিকতা ইত্যাদি।
  • মুখ- জিহবা, ঘা, অস্বাভাবিকতা ইত্যাদি।
  • দাঁত- সংখ্যা, আকৃতি, অস্বাভাবিকতা ইত্যাদি।
  • চর্ম- ঘা, একজিমা, কাঁটা দাগ, দাদ, এলার্জি, ব্রণ, অযাচিত তিল, টিউমার, অস্বাভাবিকতা ইত্যাদি।
  • মলদ্বার, যৌনাঙ্গ- পাইলস, একশিরা,  অস্বাভাবিকতা ইত্যাদি।
  • হার্ট – রক্ত চাপ, হৃদ কম্পন, ই সি জি, হার্ট ছিদ্র, বাত জ্বর, বুক ব্যাথা, অস্বাভাবিকতা ইত্যাদি।
  • ফুস ফুস- এক্স রে, সংকোচন- প্রসারণ, হাঁপানি, যক্ষ্মা, নিউমোনিয়া, রক্ত কাশি, অস্বাভাবিকতা ইত্যাদি।
  • ডায়াবেটিস, স্নায়ু রোগ, অনিদ্রা, দুঃস্বপ্ন, মৃগী রোগ, মাথা ব্যথা, মাথা ঘুরানো, দীর্ঘ মেয়াদী জ্বর, দীর্ঘ মেয়াদী আমাশয়, আলসার, বদ হজম, পেট ব্যাথা, জন্ডিস, রক্ত শুন্যতা, হাড় ভাঙ্গা, জয়েন্ট/ লিগামেন্ট ইঞ্জুরি কিংবা ব্যথা, এলার্জির কারনে হাঁচি, কাশি, সর্দি, অস্বাভাবিকতা ইত্যাদি।
  • বংশগত রোগ/ পারিবারিক ইতিহাস, অস্বাভাবিকতা ইত্যাদি।
  • দীর্ঘদিন কোন ওষুধ সেবন ও পার্শ্ব প্রতিক্রিয়া, অস্বাভাবিকতা ইত্যাদি।
  • মাসিক জনিত সমস্যা, অতিরিক্ত রক্তক্ষরণ, শরীরে লোমের আধিক্য,  চুল পড়া, মুখে বেশী ব্রণ,
  • মানসিক অস্বাভাবিকতা, অত্মহত্যার চিন্তা, শরীরে কাঁটাকাটি, অস্বাভাবিকতা ইত্যাদি।

Copyright © 2023 · Domaingood on Genesis Framework · WordPress · Log in